বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ফকিরহাটে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ 


ফকিরহাট প্রতিনিধি প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

ফকিরহাটে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ 

 

 বাগেরহাট জেলার ফকিরহাটে সমবায়ী সদস্যবৃন্দ সমন্বয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল দশটায় এ প্রশিক্ষণ ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী প্রশিক্ষণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান। প্রশিক্ষণে সমবায়ী সদস্যবৃন্দের মাঝে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।সহকারী পরিদর্শক মো: দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার ও

বাগেরহাট জেলা সমবায় কার্যালয় এর কোর্স পরিচালক-প্রশিক্ষক এস এম তৌফিকুজ্জামান। প্রশিক্ষনে মোট ১৩টি সমবায় সমিতির মোট ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।