নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি ও দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে।
জানা যায়, গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে চান্দগাঁও থানার অভিযানে আটক করা হয় আরো এক ব্যাক্তিকে। আটককৃত ওই ব্যাক্তির নাম মো. তারেক। তিনি নগরীর ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী হিসেবে বেশ পরিচিত।
বৃহস্পতিবার সকাল আনুমানি সাড়ে ৬ টায় চান্দগাঁও থানাধীন বেপারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩-ক মামলার নিয়মিত আসামী মো. তারেক। এাছাড়াও তার বিরুদ্ধে নগীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।