নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পুলিশের অভিযানে গুলি ছুড়ে পালিয়েছেন চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ সময় বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী এলাকার দুজন গুলিবিদ্ধ হন।
বুধবার (৪ ডিসেম্বর) ভোর তার সাড়ে ৪টার দিকে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনে সাত তলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। গোলাগুলির একপর্যায়ে পাশের ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান সাজ্জাদ।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কেউই পুলিশের সদস্য নন। গুলিবিদ্ধ দুইজন হলেন- কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪)। কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড।
সিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকেই গুলি ছোড়েন সাজ্জাদ। যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা সবাই সাধারণ মানুষ। পরে সে বাড়ির ছাদে উঠে পাশের আরেকটি ভবনে যায়। সেখান থেকে নামার সময় ব্যাংকের সিকিউরিটি গার্ড কাজলকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাদ।
এ সময় ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী কে আটক করে পুলিশ।
সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১০টি মামলা রয়েছে। সব শেষে গত ২১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ রয়েছে ছোট সাজ্জাদের বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। এই ঘটনায় থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।