শাহরিয়ার শাকির,শেরপুর প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম
শেরপুরের নালিতাবাড়ী গারে পাহাড় সীমান্ত এলাকা থেকে ৭২১টি কম্বল ও ৩০বস্তা জিরাসহ দুটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৪ ডিসেম্বর রাতব্যাপী নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আজ ৫ ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর সেনা ক্যাম্প।
সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ান, ক্যাপ্টেন রাফিউন, লেফ. সানজিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গেল রাতভর উপজেলার গারো পাহাড়ের কাকরকান্দি গ্রামের রহুল আমীনের কলাবাগান ও তার গুদামে অভিযান চালায়। এসময় ৭২১টি কম্বল ও ৩০বস্তা জিরা জব্দ করে সেনাবাহিনী। তবে, অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত এসব মালামালের বাজারদর ১কোটি ২০লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।