শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
logo

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় বটি হাতে থাকা সেই যুবক আটক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় বটি হাতে থাকা সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চিন্ময় কাণ্ডে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে থাকা সেই যুবকেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক  যুবক চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে রিপন দাস (২৭) সে পেশায় ফার্মেসির কর্মচারী।

 

 

রিপন দাসের আটকের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান পর্যন্ত আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিপন ওই হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি নন তবে তিনি তদন্তেপ্রাপ্ত আসামি।

 

 

এদিকে  বৃহস্পতিবার ভোরে ভৈরব রেলস্টেশন থেকে আটক আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে শুক্রবার আদালতে তোলা হয়েছে।

 

 

উল্লেখ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের  আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়।