বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আব্দুল হালিম, গফরগাঁও প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধ্বীন টাঙ্গাব এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার  টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলা বাজারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন  স্থানীয় প্রবাসী ঐক্য পরিষদের নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সভাপতি সোহেল প্রধান, সহ-সভাপতি  ইব্রাহিম পাটোয়ারী শরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিফাত মীর, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মিয়া,মানবাধিকার সম্পাদক  মাহফুজ মিয়া,এছাড়াও অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি  যুক্ত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা  কবিরুল ইসলাম ,সিনিয়র উপদেষ্টা  মোঃ রানা খান, সিনিয়র সহ-সভাপতি  নওশাদ আমীন(শিশির), সহ-সভাপতি  মোঃ আকাশ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মোস্তাকিম খান নুরুল, সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক আল-আমিন জয় , সহ-সাংগঠনিক সম্পাদক ইভান রাজু, মোঃ অন্তর। প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার ও দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ  সহ প্রবাসে অবস্থানরত  তিন শতাধিক সদস্য। 
 ইব্রাহিম পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয়  বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য  সহযোগী সংগঠনের প্রাক্তন এবং বর্তমান নেতারা   নেতাদের পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় বক্তারা বলেন বাংলাদেশে বিএনপি সংকট মুহুর্তে  যখন কথা বলা যেত না,স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনার ভয়ে সোস্যাল মিডিয়ার নিজের কোন মতামত পোস্ট করতে পারতো না, ঠিক তখন থেকে এই অঞ্চলের প্রবাসীরা ত্যাগী, এবং ঘরছাড়া নেতাদের পাশে ছিল। 

আমন্ত্রিত অতিথীরা আরো জানান,  জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের মাধ্যমে তারা সমাজের মানুষের সেবার পাশাপাশি বিএনপির নির্যাতিত ও বিছিন্ন হওয়া নেতাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে এবং নিয়মিত খোঁজ খবর রেখেছে।  জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সদস্যদেরকে অভিনন্দন জানান স্থানীয় এলাকাবাসী।