বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ভোটার আইডি কার্ডের পোস্ট কোড বিড়ম্বনা


নাজমুল আদনান প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

ভোটার আইডি কার্ডের পোস্ট কোড বিড়ম্বনা

 ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের  মানুষ এক আজব সমস্যার সম্মুখীন হয়েছে ।  স্থানীয় লোকজন এর সাথে কথা বলে জানা যায়, এ গ্রামে যারা আছে তাদের ভোটার আইডি কার্ডে যে ডাকঘর এবং পোস্ট কোড দেওয়া তা সঠিক নয়।  
৩২২২ সংখ্যার পোস্ট কোড টি হলো সিলেট মৌলভীবাজার  কামালগঞ্জ  গ্রামে পোস্ট কোড।  স্থানীয় লোকজন জানান তারা এই ধরনের সমস্যা কথা আগে কোথাও কোন দিন শুনে নি।  কিন্তু তারা সবাই ভুক্তভোগী, স্থানীয় লোকজন আরো জানান এই পোস্ট কোড এর কারনে। তারা পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন  চাকরির আবেদন সময় বিড়ম্বনার শিকার হয় ।  জমি কেনাবেচা  এবং বিভিন্ন দাপ্তরিক কাজে  হয়রানি শিকার হয় ।  স্থানীয় লোকজন বলছে দ্রুত এর সমাধান চান তারা।  


ঘাটাইল উপজেলার নির্বাচন অফিসার জানান, কুশারিয়া গ্রামের কুশারিয়া ডাকঘর এর সকলকে এই ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে উপজেলা নির্বাচন অফিসে।