আর এ জাবেদ , ফেনী প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
ফেনী পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ড এর শাহীন একাডেমি ফিসারী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য, এ কে এম শামসুদ্দিন। আরো উপস্থিত ছিলেন - ফেনী জেলা সাহিত্য সম্পাদক সাবেক শহর আমির, মোঃ ইলিয়াস,ফেনী শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান,সভাপতিত্ব করেন - ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের আমির, এম এম শামসুদ্দিন এম.এ ওয়ার্ডের সেক্রেটারি শফিকুর রহমান দুলাল এর পরিচালনায়,বক্তব্য রাখেন ওয়ার্ডের সহ-সেক্রেটারি মোঃ শহিদ উল্ল্যা, শ্রমিক কল্যান ফেডারেশন এর ফেনী শহর শাখার সভাপতি জনাব জাকির রুবেল,ষ্টার লাইন ইউনিটের সভাপতি মোঃমনিরচৌধুরী,
পাঁচগাছিয়া ইউনিয়ন এর সাবেক সভাপতি মোঃইয়াকুব ফারুকী, মহিপাল ইউনিটের সভাপতি হাকীম মোঃরায়হান উল্যাহ,সাবেক ছাএ নেতা আইয়ুব আলি মামুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন প্রাচিস হাসিনা সরকার ও পালিয়েছে বাইতুল মোকারমের খতিবও পালিয়েছে ভারত কে হুঁশিয়ারি করে বলেন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবেননা প্রতিবেশী হিসেবে থাকুন আমরা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন আমরা ভালো না থাকলে আপনারও ভালো থাকবেনা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন - বিগত বছরগুলোতে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে নাই, বাকশক্তি পর্যন্ত কেড়ে নিয়েছিল, তারা করেছিল ক্ষমতার অপব্যবহার, দিতে পারে নাই মানুষ ভোট, দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল, এটা কি ভাল কাজ? তাদের কর্মের কারণে তারা পালাতে হয়েছে, বাইতুল মোকাররম মসজিদের এর ইমাম সাহেব ও পালাতে হলো। কই আমরা তো পালাই নাই।
তবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, হবে না কোনোদিন দুর্নীতি , থাকবে মানুষের স্বাধীনতা ও বাকশক্তি। দিতে হবে না কোন শিক্ষার্থীকে লেখাপড়ার জন্য কোন টাকা পয়সা, ফ্রিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়তে পড়ালেখা করতে পারবে।