আব্দুল ওয়াজেদ , টেকনাফ কক্সবাজার। প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
দেশের সর্ব দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফে নবাগত নির্বাহী অফিসার এর সাথে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাগত আরিফুল্লাহ নিজামী, টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, টেকনাফ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ, জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা জামায়াতের কার্য নির্বাহী কমিটির সদস্য হাসান সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি সদস্য সোলতান আহমেদ বিএ, ছাত্র প্রতিনিধিগন৷ নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচয় শেষে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করা হয়।