বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


জাহিদ খান , কুড়িগ্রাম প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

অদ্য ০৯ ডিসেম্বর-২০২৪ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ মহোদয়ের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সুধীসমাজ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের উপস্থিতিতে দুর্নীতি বিরোধী একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ, থানা ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ কামরুল ইসলাম  সহ অনেকেই।

বক্তা গণ দূর্ণীতি নিরসনে স্ব স্ব কর্ম ক্ষেত্রে সততার সহিত দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন।দেশ থেকে দূর্ণীতি নির্মূল করা গেলেই দেশ উন্নয়নের প্রকৃত রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলেও বক্তা গণ বক্তব্যে বলেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ  আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান,প্রেসক্লাব,নাগেশ্বরী সভাপতি মোঃ রফিকুল ইসলাম।