মোঃ সালাহউদ্দিন আহমেদ , নরসিংদী প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম
নরসিংদীর মাধবদী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদান করেছেন। বৃহস্পতিবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র দায়িত্ব গ্রহণ করেছেন নজরুল ইসলাম। তিনি এর আগে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা যায়।
নতুন কর্মস্থলে যোগদান ও কর্মতৎপরতা সম্পর্কে জানতে চাইলে ওসি নজরুল ইসলাম বলেন, ঢাকা রেঞ্জ মাননীয় ডিআইজি এবং নরসিংদী পুলিশ সুপার স্যার এর দিকনির্দেশনায় মাধবদী থানা পুলিশকে মোটিভেশান এর মাধ্যমে পুলিশের মনোবল ফিরিয়ে এনে এই থানাধীন সকল ধরনের অপরাধ দমনে কাজ করবেন তারা।
তিনি বলেন চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি চুরিসহ যে কোনো ধরনের অপরাধ মূলক কাজকে শক্ত হাতে দমন করবেন মাধবদী থানা পুলিশ। ওসি নজরুল ইসলাম আরো বলেন এই থানাধীন মাদক ব্যবসা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এক্ষেত্রে সাংবাদিকসহ সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সর্বোপরি তিনি মাধবদী থানাধীন সাধারণ মানুষের কল্যানে কাজ করবেন বলে সকলের দোয়া চান।
উল্লেখ্য, নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত (১ ডিসেম্বর) মাধবদী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিম উদ্দিনকে প্রশাসনিক কারণ দেখিয়ে বদলি করা হয়।