বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

শেরপুরে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন


মোঃ শরিফ উদ্দিন (বাবু), শেরপুর প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

শেরপুরে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

শেরপুর জেলা ছাত্রদল এর উদ্দেশ্য ১০ ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মম হত্যাকাণ্ডে ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের যথারীতি বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শেরপুর সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মুরাদ, শেরপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ মির্জা, ছাত্রদলের নেতা শফিক, সহ শেরপুর সরকারি কলেজ ছাত্রদল শাখা, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজ, শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখা ও শেরপুর সরকারি কৃষি ইনস্টিটিউট ছাত্রদল ও শিক্ষকবৃন্দ।