মোঃ শরিফ উদ্দিন (বাবু), শেরপুর প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম
পতিত ফ্যাসিবাদী শক্তির আবার ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, বিগত ১৬ বছরের কুকর্মের জন্য পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। আর ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। শেরপুর পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদুল ইসলাম বলেন, ৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছিল জালিম আওয়ামী লীগ সরকার। এ অঞ্চলের কৃতি সন্তান আলহাজ্ব কামারুজ্জামানকে পরিকল্পিতভাবে খুন করেছে পতিত হাসিনা সরকার। এর বিচার এখন সারাদেশের মানুষের জোড় দাবি।
তিনি আরও বলেন, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব। এসময় তিনি শেরপুর-১ (সদর) আসন হতে নির্বাচনে জামায়াতের প্রার্থিতার কথাও জানান দেন এবং শেরপুরের উন্নয়নের সবার সহযোগিতা চান।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমির মু. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।