শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসাসেবা


আর এ জাবেদ , ফেনী প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসাসেবা

ফেনীর লেমুয়া ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেরের ভবনে ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসাসেবা। ভবনের ছাদের বিভিন্ন স্থান খোশে পড়ে দরজা  জানালা ঝরে পড়ে যাচ্ছে  ফেটে গেছে পুরো ভবনের দেয়াল  পিলার  জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে এমন ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে চলছে সেবা জানা গিয়েছ  প্রায় দৈনিক  ১০০ রোগীর ও বেশি  মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন।
শীতের সময় ঠান্ডা বাতাস ঢুকে রোগীরা আরও অসুস্থ হয় পড়ে। অন্য দিকে ঝড় বাতাস শুরু হলে চিকিৎসা নিতে আসা রোগী সহ চিকিৎদের উপর বর্ষার মৌসুমে ছাদ থেকে পানি পড়ে জং ধরেছে রডে। একই অবস্থা ওই ভবনের আরও  স্থানে। দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবনে জরুরি স্থাপন করার দাবি চিকিৎসা নিতে আসা রোগীদের রোগী ও স্বজনরা জানায়, তাদের অসুস্থতা সারাতে এসে বরং প্রতিমূহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চিকিৎসা নিতে হয়। মানুষের একমাত্র চিকিৎসালয় দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী। 
সরোজমীনে গিয়ে দেখা যায় ভবনটির চারপাশে পাতা লতা গাছে এবং ভিতরের খুব ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে দেখলে বুঝার কোন উপায় নেই এটি কি স্বাস্থ্যও পরিবার কল্যাণ কেন্দ্রের নাকি ভূতের বাড়ি 
লেমুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা পারভিন বলেন যোগদানের পর থেকে ভবনটি ঝুকিপূর্ণ হয়ে আছে।
ইউনিয়ন থেকে টিনসিটের ৬ রুমের একটি ঘর নির্মাণ করা হয়েছে যাতায়াতের রাস্তা না থাকার কারণে যা আজো কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।  
গণমাধ্যমদের কে জানান  স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাইফুল ইসলাম বলেন লেমুয়া ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণভাবে আছে পূর্ণনির্মাণ সংস্কারের জন্য বেশ কয়েকবার  উপ-পরিচালকের সূত্র ধরে  পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসেনি তাই আমরা এই মুহূর্তে কোন সহযোগিতা করতে পারতেছি না।