বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি 

 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি গৃহীত তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আগামীকাল ১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা বিকাল তিনটায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।
 
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর বিএনপির বর্তমান ও সাবেক সকল নেতৃবৃন্দ, থানা-ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ সহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।