বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

চট্টগ্রামে সবজিতে স্বস্তি, আলু ও চালে অস্বস্তি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ পিএম

চট্টগ্রামে সবজিতে স্বস্তি, আলু ও চালে অস্বস্তি

কামরুল হাসান, চট্টগ্রাম

 

সরবরাহ বাড়ায় চট্টগ্রাম নগরীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে শাক-সবজির দাম। এতে স্বস্তি ফিরছে ভোক্তাদের মাঝে। তবে আলু ও চালের বাজারের অস্থিরতায় সেই স্বস্তি যেন অনেকটাই ফিকে হয়ে আসছে। পাশাপাশি বাজারে চড়া মাছের দামও।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার, পাহাড়তলী বাজার, কাজির দেউরিসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ অনেক বেড়েছে। যার প্রভাবে দাম কমছে।

 

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন উদ্দিন বাজারের সবজি বিক্রেতা জয়নাল আবেদীন বলেন, সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে শাক সবজির দাম। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমে আসবে। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় চট্টগ্রামে স্থিতিশীল আছে সব ধরনের সবজির দাম। তবে আলু ও চালের দাম আগের মতই উপরের দিকে।

 

নগরীর রিয়াজউদ্দিন বাজারে শুক্রবার সকালে প্রতিকেজি পুরাতন আলু বিক্রি হচ্ছিল ৬৫ টাকা কেজি দরে, আর নতুন আলু ৮৫-৯০ টাকা কেজি, ফুল কপি প্রতি কেজি ৪০-৫০ টাকা ও বাধা কপি ৩০-৪০টাকা দরে বিক্রি হচ্ছিল।এছাড়া শিম প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১১০- ১২০ টাকা, বেগুন ৫০- ৬০ টাকা, লাউ ৩০-৩৫ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪৫-৫০ টাকা এবং মুলা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

 

রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. জয়নাল আবেদীন বলেন, শীতের সবজি সরবরাহ ভালো থাকায় গত এক সপ্তাহ ধরে দাম একই রয়েছে। যেগুলো দুই সপ্তাহ আগেও কেজিতে ১০/১৫ টাকা বেশি ছিল। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধীরে ধীরে সবজির দাম আরও কমবে বলেও আশা তার।

 

রিয়াজউদ্দিন বাজারের ক্রেতা শহীদুল সুমন বলেন, ইদানিং সময়ে সবজির দাম কিছুটা স্থিতিশীল আছে। এ সপ্তাহেও গত সপ্তাহের দামে সবজি বিক্রি হচ্ছে তবে আলুর দাম কিছুটা বেশি।

 

এদিকে নগরীর বিভিন্ন স্থানে ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছেও সবজির দাম আগের মত রয়েছে। তাদের সাথে বাজারের দামের পার্থক্য ৫-১০ টাকা বেশি। আবার ফুল কপি, বাঁধা কপি, আলুর দাম একই ধরনের। তবে রিয়াজউদ্দিন বাজারের চেয়ে সব সবজির দাম ১০-২০ টাকা করে বেশি দামে বিক্রি হচ্ছে কাজীর দেউড়ি বাজারে। এই বাজারে ফুল কপি ৬০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, শিম ৯০ টাকা, লাউ ৫০ টাকা, বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

 

এদিকে রিয়াজউদ্দিন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে। আর বয়লার মুরগী ১৮০ থেকে ১৯০ টাকা আর সোনালী মুরগী ৩০০ টাকা কেজি দরে।

 

জুবায়ের নামের এক ক্রেতা বলেন, সবজির দাম আগের মত থাকলেও মুরগীর মাংসের দাম কিছুটা বেড়েছে। আর গরুর মাংসের দামও আগের মত আছে। মুরগী বিক্রেতারাও জানিয়েছেন, একই কথা। শুক্রবার মুরগীর দাম গত কয়েকদিনের তুলনায় কেজিতে ১০ টাকা করে বেশি।