শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

নকলা উপজেলা ও পৌরঃ তারেক পরিষদের কর্মী সম্মেলন


মোঃ মামুন মিয়া , নকলা প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ এএম

নকলা  উপজেলা ও পৌরঃ তারেক পরিষদের কর্মী সম্মেলন

প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন শেরপুর জেলা তারেক পরিষদের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন স্বাগত বক্তব্যের শুরুতেই তিনি বলেন  তারেক পরিষদের কাজ হলো বিএনপি কে সহযোগিতা করা এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে  ত্যাগী এবং সৎ লোক দিয়ে তারেক পরিষদের কমিটি গঠন  করা হবে এবং সন্ত্রাস চাঁদাবাজ ভূমি দখল কারি এই কমিটিতে জায়গা পাবে না ত্যাগী সৎ  প্রত্যেক নেতা কর্মী তারেক পরিষদে জায়গা পাবে এবং প্রত্যেকের কাছে আমাদের নেতা তারেক রহমানের বার্তা পৌছে দেওয়া প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে গরিব দুখী  অসহায় মানুষের পাশে দাঁড়ানো  এবং প্রত্যেক ইউনিয়নে গরিব দুঃখী অসহায় মানুষের সু চিকিৎসা করার জন্য ফি  মেডিকেল ক্যাম্প গঠন  করবো যার মাধ্যমে গরিব অসহায় মানুষ চিকিৎসা নিতে তাদের কোন কষ্ট না হয়  আমাদের  তারেক পরিষদের কাজ হলো গরিব দুঃখী অসহায়  মানুষের পাশে দাঁড়ানো  আর আমাদের  আরেকটা  কাজ করতে হবে যারা ৫ আগস্ট এর পূর্বের ফ্যাসিবাদি সরকারের দোসরের কাছে টাকার জন্য বিক্রি হয়েছে ওই সমস্ত  লোকদের খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপিকে বাঁচানোর জন্য তারেক পরিষদের  নেতাকর্মীরায় যথেষ্ট, এবং যেখানেই অন্যায় অবিচার  চলবে তারেক পরিষদ সেখানেই রুখে দাঁড়াবে, পরিশেষে তারেক পরিষদের নকলা উপজেলা ও পৌরঃ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে মুক্ত আলোচনা করেন। 
আরও বক্তব্য রাখেন জেলা তারেক পরিষদের সদস্য সচিব সাজ্জাদ খসরু পাপন তিনি নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ ফরাজি, তারেক পরিষদের যুগ্ন আহবায়ক খন্দকার আসাদুজ্জামান।