বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

নাগেশ্বরী তে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


জাহিদ খান( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)  প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

নাগেশ্বরী তে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অদ্য ১৪ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে "শহীদ বুদ্ধিজীবী দিবস/২৪” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ এর সভাপতিত্বে  উপজেলার রাজনীতিবিদ, শিক্ষক,সাংবাদিক সুধী জনের উপস্থিতিতে ভাব গাম্ভীর্যের মধ্যেবপালিত হয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুদ্দিন, উপজেলা ভুমি কমিশনার জনাব মাহমুদুল হাসান,থানা ইনচার্জ মো: মিজানুর রহমান(মিজান),উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান (পলাশ),উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো:আমিনুল ইসলাম,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক সহ সুধীজন।
এ সময় বক্তাগত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী  দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন।তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ও উদ্দ্যেশ্য পূরণে দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।