বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত


মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল , জয়পুরহাট জেলা প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ও জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। শনিবার সকালে সদর উপজেলার পাগলা দেওয়ান বদ্ধভূমিতে ও পরে কড়ই কাদিপুর বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, সাংস্কৃতিক ব্যত্তিত্ব আমিনুল হক বাবুল ও বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন।