বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ পিএম

দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গতকাল শনিবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে আলোহালীর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারী শিক্ষক সুদেব কুমার কুন্ডু প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব, হাফেজ মাও: মুফতি জোবায়ের হোসেন। সন্ধ্যায় স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়াও দুপচাঁচিয়া প্রেসক্লাবের
আয়োজনে বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, কার্যনির্বাহী সদস্য মোসফিকুর রহমান সবুজ প্রমুখ।