বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

টাঙ্গাইলের ভূয়াপুরে পুলিশের পোশাক উদ্ধার


রাহাত শরীফ টাঙ্গাইল ভূয়াপুরে প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

টাঙ্গাইলের ভূয়াপুরে পুলিশের পোশাক উদ্ধার








বেলা ৩টায়  তৌফিক রহমান  নামে একজন ভূয়াপুর থানায় ফোন  দিয়ে জানায় দেওয়ান বাড়ী ইসলামী কিন্ডারগার্টেন এর পাশে ড্রেনেরে পাশে পুলিশের এই দুটি পোশাক পড়ে রয়েছে। পরে আমি গিয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ও গোপালপুর প্রেসক্লাবে সাধারণ-সম্পাদক  সন্তোষ কুমার দত্ত  কে ফোন দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে থানার দুজন পুলিশকে নিয়ে পোশাক দুটি উদ্ধার করা হয়। পরে তারা উদ্ধার করে থানায় নিয়ে যায়। শীতের জ্যাকেটের ভেতরে নবীন নাম লিখা ছিল ও পোশাকে রাজশাহী রেঞ্জের ব্যাচ ছিল।

পড়ে সুনাগরিক হিসেবে জানানোর জন্য ও ঠিকমত উদ্ধার করার জন্য তৌফিকুর ও ভূঞাপুর থানাকে ধন্যবাদ।