রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

গোবিন্দগঞ্জ ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালিত


রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

গোবিন্দগঞ্জ ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজঃ ২৭৩৮) এর আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একটি বিজয় র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শামীম আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক সাজু মিয়া, সহ-সভাপতি মুন্নাফ প্রধান, সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভ চাকী, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান, উপদেষ্টা জয়নুল ইসলাম, উপদেষ্টা আনোয়ার হোসেন, উপদেষ্টা শফিকুল ইসলাম প্রধান, উপদেষ্টা মোনারুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে শেষে শ্রমিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।