বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ডিমলায় জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল


ইমরান খান, নিলফামারী প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

ডিমলায় জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল

একাত্তরের দালালরা, হুশিয়ার সাবধান; চব্বিশের দালালরা, হুশিয়ার সাবধান; একাত্তরের চেতনা, ভুলি নাই ভুলবো না; চব্বিশের চেতনা, ভুলি নাই ভুলবো না ইত্যাদি প্রতিবাদ আর প্রতিরোধ মূলক শ্লোগানের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক কমিটির বর্ণাঢ্য র‍্যালি ও পুষ্প অর্পণ করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলার বিজয় চত্ত্বর থেকে র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে একাত্তর থেকে চব্বিশ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা, সংক্ষিপ্ত আলোচনা শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি ডিমলা উপজেলার প্রস্তুতি কমিটির প্রতিনিধি মুন্সি সাদেক সালেহ্, মসাহেদুল আলম মানিক, সেলিম প্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির, সাকিল প্রধান, জিয়ারুল ইসলাম জিয়া, লিয়ন, আরজি, জনাব, লেলিন, সৌম্য, মজিবুল, মহেন প্রমূখ।