নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম
৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে জাতীয় পতাকা মিছিল সকাল আটটায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট থেকে শুরু হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ এর নেতৃত্বে পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উদীচী জেলা সংসদের জয়তী ঘোষ, গৌতম দত্ত,সীমা দাশ, অপর্ণা চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।