শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত


মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে শহরের থানার মোড় এলাকা থেকে ওই বিজয় র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন শেষে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। ওইসময় ছাত্ররা বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের স্লোগান দেন।
বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব শাহরিয়ার সায়েম, যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, মোর্শেদ জিতু, ফারহান ফুয়াদ তুহিন, নাহিম আহম্মেদ নিলয়সহ জুলাই বিপ্লবের অন্যান্য সহযোদ্ধারা।
এর আগে ভোরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।