বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ফরিদপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


শরিফুল ইসলাম, ফরিদপুর প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

ফরিদপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার  ( ১৮ ডিসেম্বর)  সকালে কাউলীকান্দা গ্রামের হাফেজ মোল্লার জমিতে ২৪ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশের গলায় তার পেচানো অবস্থায় ফাঁস দেওয়া ছিল। 
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের এ নারীকে দূরে কোথাও মারার পর উক্ত স্থানে ফেলে যায় দুবৃর্ত্তরা। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানতে ও আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।