বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

মধুপুরে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত


বাবুল রানা , মধুপুর প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

মধুপুরে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। 
বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের বড় বাইদ নামক স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফেজ মোঃ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ মোঃ হাসান সিরাজী (১৮)।
নিহতরা দুজনেই মধুপুর উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তাদের সহপাঠীরা জানায়, তারা দুজনেই লেখাপড়ার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে তারা দুজনেই  মাদ্রাসা থেকে মসজিদে যাচ্ছিলেন।  এ সময় ময়মনসিংহ থেকে আসা একটি পিক-আপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেই  মৃত্যু হয় বলে জানান।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।