মোঃ মাসুদ বিপ্লব , ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল: "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।"
সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলী , ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ মোজাম্মেল হক, হেলাল আহমেদ, কামাল হোসেন প্রমুখ। সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েল ফেয়ার সেন্টারের তথ্য তুলে ধরা হয়। ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সংস্থাটি সারা দেশে ২৯,৬৬০ জন প্রবাসী সন্তানকে ৫৭ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। এ কার্যক্রম প্রবাসীদের পরিবারগুলোর শিক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী মোঃ ইমদাদুল হকের মেধাবী পুত্র মাহাফুজ রানা সিজানকে ২৭,৫০০ টাকার একটি চেক প্রদান করা হয়। মাহাফুজ বর্তমানে এইচএসসি পড়াশোনা করছেন। তার মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা তার বক্তব্যে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের জন্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোলেমান আলী বলেন, “প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও উন্নয়নের জন্য এ ধরনের উদ্যোগ একটি ইতিবাচক উদাহরণ। এটি প্রবাসী পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার করবে।”
আলোচনা পর্বে প্রবাসী ও স্থানীয় অতিথিরা প্রবাসীদের অধিকার এবং সামাজিক উন্নয়নের প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নয়নের জন্য আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের জন্য একটি বৈষম্যহীন এবং সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। জেলা প্রশাসনের এ আয়োজন প্রবাসী ও তাদের পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতার প্রতীক হয়ে থাকবে অভিমত ঠাকুরগাঁওয়ের সুধী মহলের।