নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ পিএম
মিরসরাইয়ে ফ্রি মেডিকেলক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৯শতাধিক রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ডাঃ স্যামনুন সিরাজ চৌধুরী (সিরাজ) এর উদ্যোগে অহিদ উল্ল্যাহ চৌধুরী বাড়ির আয়োজনে ডক্টরস সোসাইটি অব মীরসরাই এর সহযোগিতা শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮ জন চিকিৎসক যথাক্রমে মেডিসিন বিশেষজ্ঞ,শিশু রোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফ্রি মেডিসিন ও ওষুধ বিতরণ করা হবে।