আর এ জাবেদ , ফেনী প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ জন কে আটক করে ফেনী সদর উপজেলা প্রশাসন এসময় কালিপাল ও দশমীঘাট এলাকা থেকে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন শাকিল (২৫) নাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে মো: পারভেজ (২২)বপাঁছগাছিয়া ইউনিয়নের জালাল আহমেদের ছেলে একরাম হোসেন (২০)কে ছয়শত গ্রাম গাঁজা সহ আটক করে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার এরায় দেন।
সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী, উপ পরিদর্শক আবু তাহের, সহকারী পরিদর্শক আবুল বশরের নেতৃত্বে একটি টিমের সহযোগিতায় বৃহস্প্রতিবার সন্ধা থেকে রাত পূযর্ন্ত ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে
আটককৃত প্রত্যক আসামিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার ১৫ দিন করে কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা করে। কারাদণ্ড প্রাপ্ত তিন আসামীকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, ফেনী জেলায় মাদক নিয়ন্ত্রণে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে নিয়মিত মামলা দায়ের ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেল ও জরিমানা দেয়া হচ্ছে।