রমজান আলী , কোম্পানীগঞ্জ প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজপুর পি.এল. একাডেমির মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, সেনবাগ উপজেল জামায়েতের আমির ইয়াসিন করিম সাহেব, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসেন ও সেক্রেটারি মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক গোলাম কবির ফয়সালসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল দলীয় কার্যক্রম জোরদার করা এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা।