বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির কর্মী সভা


শেখ আসাদুজ্জামান , ফকিরহাট প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির কর্মী সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা শুক্রবার সন্ধ্যায় কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম, যুগ্ম আহবায়ক শেখ গোলাম মোস্তফা, খান লিয়াকত হোসেন, কবির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক ও মল্লিক মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন বিএনপির আহবায়ক খান শফিউল আলম রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কাইয়ুম শেখ, মাসুম বিল্লাহ ও সাউথ মোড়ল। কর্মীসভার আয়োজন করে উপজেলা নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।