রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

চট্টগ্রামে ৭০০ লিটার মদসহ একজন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

চট্টগ্রামে ৭০০ লিটার মদসহ একজন গ্রেপ্তার

 

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের বোয়ালখালীতে রিমন দাস (২৫) নামে এক মাদক বিক্রেতাকে ৭০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে।  

 

 (২১ ডিসেম্বর) শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে উত্তর কঞ্জুরী গ্রামের হরিপদ মেম্বার বাড়ির শ্যামল দাসের ছেলে রিমনকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। 

 

এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

 

 এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার গণমাধ্যম কে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রিমনকে আদালতে পাঠানো হয়েছে।