রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

চান্দগাঁও থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার এক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

চান্দগাঁও থেকে অপহৃত কিশোরী ঢাকায়  উদ্ধার,  গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রামে কিশোরী অপহরণ মামলার আসামিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। এরি সাথে অপহরিত মাইশা মোরশেদ (১৪) নামে কিশোরী কে উদ্ধার করা হয়েছে।

 

 ২০ শে ডিসেম্বর (শুক্রবার ) দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কিশোরী অপহরণ মামলার আসামি মমিনুল ইসলাম সোহাগ (২৩) কে আটক করা হয়। 

 

 আটককৃত মমিনুল হক সোহাগ সুনামগঞ্জের ছাতক থানার অন্তর্গত চিংচাপুর জিয়াপুর, মাঝপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে । 

 

উল্লেখ্য গত ৪ ই ডিসেম্বর বেলা ১২ টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় বি-ব্লক, ১৪নং রোডের চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে সামনে থেকে মাইশা মোরশেদ (১৪)‘কে অপহরণ করা হয়। 

 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন আজকের বাংলা কে বলেন চান্দগাঁও থানা এলাকা থেকে এক কিশোরী অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে ঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরী কে উদ্ধার সহ অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি কে আদালতে পাাঠানো হয়েছে।