বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিদেশি শক্তির আশায় থাকে বিএনপি, আওয়ামী লীগ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৪৫ এএম

বিদেশি শক্তির আশায় থাকে বিএনপি, আওয়ামী লীগ নয়

‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমর্থন আদায়েই প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, জনসমর্থন ছাড়া অন্য কোনো শক্তিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিদেশি শক্তির আশায় থাকে বিএনপি, আওয়ামী লীগ নয়। তারা দুই শক্তির ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়। এক অস্ত্রের শক্তি দুই বিদেশি শক্তি।

এর আগে গতকাল (৬ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের বলেন, অন্যের সমর্থনে টিকে থাকার কারণে দেশের স্বার্থে কিছুই আদায় করতে পারছে না সরকার। আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে, বিরোধীদের ওপর হত্যা নির্যাতন চালাচ্ছে, তাতে গণতান্ত্রিক বিশ্ব সরকারকে সমর্থন করবে না।