বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ ভবনে বিএনপির প্রয়াত নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে দলীয় পতাকা ও ফুলের শ্রদ্ধা জানানো হয়।
জানাজার আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুম আবদুল্লাহ আল নোমানের বিশাল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতি চারণ করেন। তার মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতার চলে যাওয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে বলেও মনে করেন তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবদুল্লাহ আল নোমানের চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না। তার শূন্যতা সৃষ্টি হবে।
জানাজায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
এর আগে প্রথম জানাজার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মরহুমের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে আগামী শুক্রবার বাদজুমা শেষ জানাজা শেষে দাফন হবে।