বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

‘আমিই সেরা’- জন্মদিনের আগে জোড়া গোল করে রোনালদো

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

‘আমিই সেরা’- জন্মদিনের আগে জোড়া গোল করে রোনালদো

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার আগে ৩৯তম বছরের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন জোড়া গোল দিয়ে। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আল নাসরকে ৪-০ গোলে জয় এনে দেন পর্তুগিজ তারকা।  


ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। গোলের পর অভিনব ভঙ্গিতে হাত উপরে তুলে বিশেষ উদযাপনও করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোলসংখ্যা ৯২৩টি। বয়স ৩০ পার হওয়ার আগে তার গোল সংখ্যা ছিল ৪৬৩টি, আর ৩০ বছরের পর থেকে এখন পর্যন্ত করেছেন ৪৬০ গোল। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।


সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকেই ‘সবচেয়ে পরিপূর্ণ’ ফুটবলার দাবি করেন রোনালদো। তার ভাষায়, ‘আমি মনে করি, এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আমি। আমার ভালো হেড করার দক্ষতা আছে, ফ্রি-কিক নিই দারুণভাবে, দুই পায়েই সমানভাবে শট নিতে পারি। কেউ যদি বলে ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয়, সেটা হবে মিথ্যা। আমিই সেরা।’