নাটকীয়, অবিশ্বাস্য বললেও কম কিছু হয়। বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস। ১৩০ রানে ৭ উইকেট পতনের পরেও ম্যাচ ছিল খুলনার হাতেই। সেখান থেকে আরাফাত সানির ১৩ বলে ১৮ আর আলিস আল ইসলামের ৭ বলে ১৭ রানের দুই ক্যামিও চিটাগাংকে এনে দেয় শেষ বলের অসাধারণ এক জয়।
ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। খুলনার অধিনায়কের ভাষ্য জেসন হোল্ডারের ওভারে আলিস আল ইসলামের ১ চার এবং ১ ছয় ম্যাচের মোড় ঘুরিয়েছে। মিরাজের ভাষ্য, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’
শেষ ওভারের মুশফিক হাসানের ১৫ রানের চেয়েও হোল্ডারের ওভারের দিকেই নজর মিরাজের, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’
মিরাজ আরও বলেন, ‘আমার মনে হচ্ছিল, যেকোনো সময় কিছু একটা অঘটন ঘটবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল।’
জেসন হোল্ডার নিজের শেষ ওভারে ১৩ রান দিলেও আগের দুই ওভারে খরচা করেছেন মোটে ১০ রান। শেষ ৩ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ৩৪ রান। ১৮তম ওভারে বোলিংয়ে এসে আলিস আল ইসলামের কাছে একটি ছক্কা ও চার হজম করেন হোল্ডার। মিরাজের ভাষ্য সেই ওভারটাই ডুবিয়েছে খুলনার ফাইনালের স্বপ্ন।