বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাবরের সিংহাসন দখলে রিজওয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৩ এএম

বাবরের সিংহাসন দখলে রিজওয়ান

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসে রানের ফোয়ার ছুটিয়েছিলেন বাবর আজম। একের পর এক ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ের সিংহাসনে বসেন।

তবে এশিয়া কাপে যোগ দিয়েই ফর্ম হারালেন পাকিস্তানের এই অধিনায়ক। আরব আমিরাতের মাঠে যেন ব্যাট করতে ভুলেই গেছেন তিনি।

মাত্র তিন ম্যাচে বাবর আজমের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান। বুধবার (০৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের ম্যাচে ডাক মারেন বাবর।  এর আগে ভারতের বিপক্ষে ১০ বলে ১৪ করেই সাজঘরে ফেরেন। দুর্বল হংকং দলের বিপক্ষেও রান পাননি বাবর। ৮ বলে ৯ রান করতে পারেন মাত্র।

 

এমন বাজে ব্যাটিংয়ের কারণে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটাই হারালেন অধিনায়ক বাবর আজম। দুর্ভাগ্যবশত সেটা হারিয়েছেন নিজ দলের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের কাছে।

অধিনায়ককে টপকে এই প্রথম টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার।

বাবরের অফফর্মের দিনে রানের বন্য বইয়ে দিচ্ছেন রিজওয়ান। পাকিস্তান অধিনায়কের ৩৩ রানের বিপরীতে এশিয়া কাপে রিজওয়ানের সংগ্রহ ১৯২।

শেষ দুই ম্যাচে অপরাজিত ৭৮ ও ৭১ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন রিজওয়ান। তারই প্রতিফলন পড়েছে বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি র‌্যাংকিংয়ে।

 

ক্যারিয়ারসেরা ৮১৫ রেটিং পয়েন্ট এখন রিজওয়ানের। বাবরের ৭৯৪ । ফলে রিজওয়ানের কাছে সিংহাসন হারিয়ে বাবর নেমে গেছেন দুইয়ে।

সব মিলিয়ে ১১১৫ দিন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন বাবর। এই তালিকার চূড়ায় পা রাখা তৃতীয় পাকিস্তানি রিজওয়ান। আর প্রথমজন ছিলেন মিসবাহ-উল-হক।