সোমবার, এপ্রিল ২১, ২০২৫

শিরোপা নিয়ে কাল বরিশাল যাচ্ছেন তামিমরা

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

শিরোপা নিয়ে কাল বরিশাল যাচ্ছেন তামিমরা

ঘোষণা থাকলেও গত আসরে লঞ্চ যাত্রা হয়নি তামিম ইকবালদের। শিরোপা নিয়ে যাওয়া হয়নি ঘরের মাঠে। তবে এবার বরিশালবাসীর সেই আক্ষেপ পূরণ হতে চলেছে, জোড়া শিরোপা নিয়ে তামিম-হৃদয়রা যাচ্ছেন কীর্তনখোলা পাড়ে।


টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। গতকাল শুক্রবার মিরপুরে ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা।


শিরোপা জয়ের পর তামিম ইকবাল ঘোষণা দেন বরিশাল যাত্রার। অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দেন, দ্রুত ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা। এ ঘোষণায় আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে বরিশালবাসীর।


গত আসরে প্রথমবার শিরোপা জেতে বরিশাল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরই দলটির কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা।


কিন্তু টানা দ্বিতীয় শিরোপা জিয়ের পর বরিশালবাসীর আশা পূরণের বার্তা দিলেন তামিম। জানালেন সব কিছু ঠিক থাকলে ৯ ফেব্রুয়ারি (রোববার) বরিশাল যাবেন তারা।


তামিম বলেন, ‘আমরা গতবার জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’