রবিবার, এপ্রিল ২০, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি

নরকিয়ার পরিবর্তে দ. আফ্রিকা দলে ৩০ বছর বয়সী অলরাউন্ডার

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

নরকিয়ার পরিবর্তে দ. আফ্রিকা দলে ৩০ বছর বয়সী অলরাউন্ডার

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনরিখ নরকিয়ার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। হাইব্রিড মডেলে আয়োজিত এই আসরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে পেসার নতুন একজন বোলিং অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেছে তারা। গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া করবিন বোশকে দলে নিয়েছে দলটি।


এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা করার কিছুদিন পরেই পিঠের চোটের কারণে ছিটকে যান নরকিয়া। রোববার তার বদলি খেলোয়াড়ের নাম জানায় প্রোটিয়াদের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 


৩০ বছর বয়সি করবিন অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। চলমান ত্রিদেশীয় সিরিজেও অংশ নিচ্ছেন, যেখানে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কেবলমাত্র বুধবার পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন তিনি।


এই অলরাউন্ডার ছাড়াও ১৮ বছর বয়সী কোয়েনা মাফাকাকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। যাতে কোনো খেলোয়াড় চোট পেলে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া, দলের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইয়াসির আরাফাতকে।


দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বোশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং রাসি ফন ডার ডুসেন।