রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই দায়িত্ব পালন করবেন সৈকত

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই দায়িত্ব পালন করবেন সৈকত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি মাঠে গড়াতে বাকি আর সাত দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। আর আট দলের বৈশ্বিক টুর্নামেন্টটি সামনে রেখে আগেই ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। 


এবার প্রকাশ করল গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা। যেখানে দেখা গিয়েছে উদ্বোধনী ম্যাচেই মাঠে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠে তার সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। 


গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। সে অনুসারে উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। 


এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে। এর আগে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে তাকে রাখা হয়েছে।