শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫

ফার্গুসনের চোটে কপাল খুলল জেমিসনের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

ফার্গুসনের চোটে কপাল খুলল জেমিসনের

চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন লুকি ফার্গুসন। তার জায়গায় কাইল জেমিসনকে স্কোয়াডে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) নির্বাচকরা।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন শেষ মুহূর্তে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাওয়া জেমিসন। নিউজিল্যান্ডের জার্সিতে সব সংস্করণ মিলিয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেন এই দীর্ঘদেহী পেসার।


চলতি মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতে ডেজার্ট ভাইপার্সের হয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এজন্য নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি।


গত রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে আন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন ফার্গুসন। যদিও স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেননি। তাই তাকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আনফিট ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।