সপ্তাহ খানেক আগে বার্সেলোনার অনুশীলনের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা মেলে ইয়ামালের সতীর্থরা বিরতিতে পানি পান করছেন, ইয়ামাল তখন দুরত্ব বজায় রেখে একা একা অনুশীলন চালিয়ে যান।
তাতে অনুমন শুরু হয় ইয়ামাল রোজা রেখেই অনুশীলন করছেন কিনা। তবে পুরোপরি নিশ্চিয়তা মেলে দিন দুয়েক আগে মার্কাকে দেওয়া ইয়ামালের সাক্ষাৎকারে। রোজা রাখার ব্যাপারে খোলাখুলিই জানিয়ে দেন ১৭ বছর বয়সী এই তারকা।
বার্সেলোনায় রোজা রাখার স্বাধীনতা মিললেও স্পেনে মিলবে কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে স্পেন কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন তার কোনো সমস্যা নেই ইয়ামাল রোজা রেখে খেললে।
এটা খুবই স্বাভাবিক ব্যাপার মনে হয় আমার কাছে। ক্লাবে যে নিয়মকানুন সে অনুসরণ করছে, এখানেও একই থাকবে। চিকিৎসক ও পুষ্টিবিদরা তাকে নির্দেশনা দিয়েছে কী খেতে হবে। সব ধরণের বিশ্বাসের প্রতিই আমাদের সম্মান রয়েছে। সে খেলার জন্য ভালো অবস্থায় আছে।
বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পেন মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ২৪ তারিখ।