বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

রাশিয়া থেকে মোংলায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৩ এএম

রাশিয়া থেকে মোংলায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল
মোংলা বন্দর জেটিতে জাহাজ এমভি ইউনিউইসডম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে জাহাজ এমভি ইউনিউইসডম। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজটি মোংলা বন্দর জেটিতে নোঙর করে।  

সোমবার রাত ১০টা থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়। খালাসের পরপরই তা সড়ক পথে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান জানান, সরাসরি রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সোমবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ মেট্টিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য। 
সোমবার রাত থেকে শুরু করে এ পণ্য খালাসে সময় লাগবে চারদিন বলে জানিয়েছেন ম্যাক শিপিংয়ের ম্যানেজার আবুল হাশেম শামীম। তিনি জানান,  এর আগে গত ১ আগস্ট এমভি কামিল্লা এবং ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

তিনি আরো জানান, পদ্মা সেতু চালুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সব ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। এছাড়া রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামালই আসছে মোংলা বন্দর দিয়ে।
 

চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে এর চেয়েও বড় বড় জাহাজ ভিড়তে পারবে মোংলা বন্দরে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ বন্দরের ওপর চাপ বাড়তে থাকায় বাড়ানো হচ্ছে মোংলা বন্দরের সক্ষমতাও।