বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি) এর আওতাধীন ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন দাতা সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এসএসিপি এবং ইফাদ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপজেলার ডহরমৌভোগ ব্লকের বিভিন্ন মৎস্য ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন এবং
এসএসিপির উপকারভোগী কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় করেন। এসময় ইফাদের মিশন লিডার ম্যারিয়েল জিমারম্যান, কান্ট্রি ডিরেক্টর ভ্যালানটাইন আচানচো, প্রোগ্রাম কর্মকর্তা রিলা কির্ক, ভ্যালু চেইন স্পেশালিস্ট ফারিয়া তাসিন, এএসিপি প্রজেক্ট টেকনিক্যাল লিড এন্ড এগ্রানমি বুয়াং হাদি, এএসিপি’র প্রোজেক্ট ডিরেক্টর মো. ইমদাদুল হক, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জুলকারনাইন, কম্পোনেন্ট ডিরেক্টর মো. রেজাউল রহমান, এসএমও হাবিবুর রহমান, বিশেষজ্ঞ ফারুক আহমেদ, ইফাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট মিনহাজ শহীদ, এম এন্ড ই মো. পারভেজ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানসহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন।
প্রতিনিধিদল প্রকল্প পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের নানা পরামর্শ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।