রবিবার, মে ৪, ২০২৫

টাঙ্গাইলে ৪ ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু

আব্দুর রাজ্জাক , সখিপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

টাঙ্গাইলে ৪ ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় বেড়বাড়ী, সখিপুর থানা গেট সংলগ্ন এলাকায় সাড়ে ৯ টায় এবং ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৭ টায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি এলাকায় ট্রাক চাপায় মামুন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতো। ভালুকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, সকাল ৯ টায় সখিপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি বাড়ি থেকে সখিপুর উপজেলার কচুয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
অপরদিকে, একইদিন সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় সিএনজি চাপায় আবু বকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি বাড়ি থেকে অটোভ্যান নিয়ে ঘাটাইল উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে মারা যান।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।