ফেনী শহরের দাউদপুল কাঁচাবাজারে আসা এক সবজি বিক্রেতার কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে সিএনজি অটোরিক্সা চুরি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে সোমবার বিকালে পুলিশ গ্রেফতার করে। এদের একজন মোতালেব পাটোয়ারী ফেনী পৌর যুবদল সদস্য ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর ভাই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ নভেম্বর রাত ১০টার দিকে সিএনজি অটোরিক্সায় সবজি নিয়ে দাউদপুল কাঁচাবাজারের উদ্দেশ্যে রওনা হন ফটিকছড়ির ভুজপুর থানার আনোয়ার হোসেন। রাত ৩টার দিকে বাজার থেকে গাড়ীটি চুরি হয়ে যায়। খোঁজাখুজির পর গাড়ী চোরদের শনাক্ত করা হলে মোতালেব পাটোয়ারী ও তার সহযোগিরা দেড় লাখ টাকা চাঁদা দাবী করে।
গাড়ীর মালিক আবু আহম্মদ জানান, ধারদেনা করে মোতালেব, আলফাজ ও রুবেলকে ২০ হাজার টাকা দেন। ১ ডিসেম্বর রাতে তার কাছে মোবাইল ফোনে পুনরায় দেড় লাখ টাকা দাবী করা হয়। বিষয়টি কাউকে জানালে গাড়ী বিক্রির হুমকি দেয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মোতালেব পাটোয়ারী ছাড়াও রামপুর পাটোয়ারী বাড়ীর সৈকত, শর্শদী এলাকার খানে বাড়ীর ফাহিম, পুরাতন পুলিশ কোয়ার্টার এল