বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

জাতীয় সংবাদ

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এ সাক্ষাৎ করবেন।