নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল)-২০২৫ এর ১০ম আসরের উদ্বোধনী ও জার্সি উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকেলে শেখ মাসুদ প্যালেস, শাহজাদপুর মেলবোর্ন গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুম শাখাওয়াত হোসেন চৌধুরীর স্মরণে আয়োজিত এই দশম আসরটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা হেলাল উদ্দিন চৌধুরী, সিরাজপুর ৯নং ওয়ার্ডের সভাপতি আবু রায়হান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি নুরুল আলম শিকদার বলেন, এসপিএল শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠনে একটি অনুপ্রেরণা। ক্রীড়া কর্মকান্ড যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে।
এবারের লীগে স্থানীয় ও প্রবাসী ব্যক্তিরা দাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ক্যাপ্টেন শেখ মাসুদ, যিনি টুর্নামেন্টের প্রধান দাতা হিসেবে ভূমিকা রেখেছেন। টুর্নামেন্টের আয়োজক এসপিএল কমিটি ক্রীড়াপ্রেমীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সহযোগিতার আহ্বান জানান।